এসএসসি’র থেকে দ্বিগুনেরও বেশি অধ্যায় নিয়ে তৈরি এইচএসসি পরীক্ষার সিলেবাস। এইচএসসি পরীক্ষায় কাঙ্খিত ভাল ফলাফল অর্জণ করতে ১ম এবং ২য় পত্র দুটিতেই দরকার সমান প্রস্ততি। উভয় পত্রে নিজের দখলই প্রমাণ করবে তোমার একশোতে একশো প্রস্ততি। সঠিক পরিকল্পনা আর কার্যকরী রুটিনের সাথে চমৎকার ইন্টারেক্টিভ ক্লাস এবং গোছালো বই এর মাধ্যমে উভয় পত্রের প্রিপারেশন নিয়ে নাও Physics Paradise এর সাথে।